জীবগাঁও জেনারেল হক হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া 

সফিকুল ইসলাম রানা :

মতলব উত্তর উপজেলার জীবগাঁও জেনারেল হক হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) সকালে কলেজ প্রাঙ্গণে কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. সোহেল রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিল আনোয়ার হোসেন প্রধান, সাবেক শিক্ষক মিয়াজ উদ্দিন, জীবগাঁও জেনারেল হক হাইস্কুল এন্ড কলেজে ম্যানেজিং কমিটির সদস্য মো. দুলাল হোসেন, সাবেক ম্যানেজিং কমিটির সাবেক সদস্য শাহআলম মিয়াজি, সাংবাদিক মমিনুল ইসলাম, আলাউদ্দিন ফকির, প্রভাষক মো. গোলাম সারোয়ার, বিদায়ী শিক্ষার্থী মো. রাসেল।

মানপত্র পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী তানজিলা আক্তার, মানপত্র গ্রহণ করেন বিদায়ী শিক্ষার্থী আমেনা আক্তার, হবিবা আক্তার, নুসরাত আক্তার।

আলোচনা শেষ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা আলী আহাম্মদ।

Loading

শেয়ার করুন
Verified by MonsterInsights