বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব তালুকদারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ : অঙ্গীকার পরিবার শোকাহত

বিশেষ প্রতিনিধিঃ

আজ ৪ সেপ্টেম্বর অঙ্গীকার বন্ধু সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ তালুকদারের পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব তালুকদারের ৫ম মৃত্যু বার্ষিকী।

তিনি ১৯৪৬ সালের ১লা নভেম্বর, চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের মিরামা গ্রামে জন্ম গ্রহণ করেন।

জীবদ্দশায় তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার সক্রিয় অংশগ্রহণ ও রণাঙ্গনে একজন চৌকষ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে সাফল্য ও বীরত্বপূর্ণ অবদানের জন্য ও তুমুল সাহসের সঙ্গে যুদ্ধ করার জন্য তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা সনদ প্রদান করা হয় (মুক্তি বার্তা ০২০৫০২১০১৮, গেজেট নং ২৪৫১)।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে পারিবারিক ভাবে দোয়ার আয়োজন করেছে। এছাড়াও উনার ছেলে মোঃ পারভেজ তালুকদার তার বাবার রুহের মাগফিরাত কামনা করে সবার নিকট দোয়ার আবেদন জানিয়েছেন।

Loading

শেয়ার করুন
Verified by MonsterInsights