মতলব উত্তরের সহকারি শিক্ষক আমেনা আক্তারের বিদায় সংবর্ধনা

সফিকুল ইসলাম রানা।

মতলব উত্তর উপজেলার ৭নং পাঁচগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমেনা আক্তারকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। চাকুরী সময়কাল শেষ হওয়ায় তিনি অবসর বিদায় নেন। ১৬ অক্টোবর সোমবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ওবায়েদ উল্লাহ সিদ্দিকী কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ¦ আরিফ উল্যাহ সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. বেলায়েত হোসেন। জীবগাঁও হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক সোহেল রানার উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্যাহ দর্জি, বিদ্যুৎসাহী সদস্য আফিফা আক্তার মুন্নি, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি সৈয়দ আহমেদ বুলবুল, মতলব উত্তর উপজেলা সহকারি শিক্ষক সমিতির সভাপতি আবদুল বাতেন, মতলব উত্তর উপজেলা শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক রহমত উল্যাহ চৌধুরী, বদিউল আলম মাস্টার, বিদায়ী শিক্ষিকা আমেনা আক্তার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাকিলা সুলতানা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক রেখা আক্তার, খালেদা আক্তার, ইশরাত জাহান নিশা, বকুল হোসেন সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ। বিদায়ী শিক্ষক আমেনা আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক তুলে দেন স্কুলের সভাপতি এবং অন্যান্য অতিথিবৃন্দ।

Loading

শেয়ার করুন
Verified by MonsterInsights