বেসিনে পানি আটকে গেলে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক :

মাঝে মধ্যেই বেসিনে পানি আটকে যাওয়ার সমস্যা দেখা দেয়। সবাই কমবেশি এ সমস্যার সম্মুখীন হন। তখন নানা চেষ্টা করেও বেসিনের পানি সরানো যায় না। জানেন কি? অজান্তেই কিছু ভুলের কারণে বেসিনে পানি আটকে যায়। এমনটি হলে কী করবেন জেনে নিন-

>> বেসিনে কখনও ভাত ফেলবেন না। আটা, ময়দার মতো ভাতও জমে দলা পাকিয়ে যায় পাইপে। এ কারণেও পানি জমতে শুরু করে বেসিনে।

>> অনেকেই চায়ের পাতা বেসিনে ফেলেন। এটিও ভুল অভ্যাস। চায়ের পাতা একটু একটু করে জমে জল বেরোনোর মুখটা আটকে দেয়।

>> বেসিন বা বাথরুমের জালিতে স্টিকার বা প্লাস্টিক জাতীয় কিছু ফেলবেন না। পানির পাইপ পুরোপুরি জ্যাম করে দেয় এসব উপাদান।

>> বেসিনে কখনও চুল ফেলবেন না। চুল পানিতে নষ্ট হয় না। দিনের পর দিন চুল জমে গিয়ে জায়গাটিতে একটি জালের মতো সৃষ্টি করে। এর ফলে বেসিনের পাইপে চুলসহ বিভিন্ন আবর্জনা জমা হয়ে পানি বের হওয়ার জায়গাটি আটকে দেয়। তাই বেসিন বা বাথরুমের জালিতে চুল আটকালে তা কাঠি দিয়ে খুঁচিয়ে বের করে ডাস্টবিনে ফেলুন।

>> অনেকেই ডিমের খোসা গুঁড়ো করে বেসিনে বা বাথরুমে ফেলে দেন। এটি খুব ভুল পদ্ধতি। ডিমের খোসা ছোটো টুকরো করে ফেললেও পাইপে আটকে যায়।

>> ময়দা বা আটা একেবারেই বেসিনে ফেলবেন না। মনে হতে পারে, তা পানিতে গলে যাবে। আসলে তা একটু একটু করে পানিতে দলা পাকিয়া যায়। ফলে পানি বের হওয়ার পথে বাঁধা তৈরি হয়।

>> বেসিনে কখনও ওষুধ ফেলবেন না। তরল হোক বা ট্যাবলেট ইত্যাদি ওষুধ বেসিনের পাইপে জমতে শুরু করে। ফলে বেসিনে পানি জমে যায়।

ঔষধ পেতে যোগাযোগ করুন :

হাকীম মিজানুর রহমান (ডিইউএমএস)

ibn sina health care 1

হাজীগঞ্জ, চাঁদপুর।
একটি বিশ্বস্ত অনলাইন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।

মুঠোফোন : 01742057854 (সকাল দশটা থেকে বিকেল ৫টা)

ইমো/হোয়াটস অ্যাপ : 01762240650

শ্বেতীরোগ,  একজিমা, যৌনরোগ, পাইলস (ফিস্টুলা) ও ডায়াবেটিসের চিকিৎসক।

সারাদেশে কুরিয়ার সার্ভিসে ঔষধ পাঠানো হয়।

Loading

শেয়ার করুন