অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাবুল গাজীকে আর্থিক সহায়তা প্রদান করেন সুমন সরদার

সাহেদ হোসেন দিপু : হাইমচর উপজেলার চরভাঙ্গা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চা দোকানদার বাবুল গাজীকে আর্থিক সহায়তা প্রদান করেন হাইমচর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক, সাবেক জেলা পরিষদ সদস্য ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এস এম আল মামুন সুমন।

গতকাল সোমবার দুপুরে হাইমচর উপজেলার উত্তর চরভাঙ্গা গ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া সেই চা দোকান পরিদর্শনে করেন এস এম আল মামুন সুমন।

এ সময় মানসিকভাবে ভেঙে পড়া চা দোকানদার বাবুল গাজীকে সান্তনা দিয়ে তিনি বলেন, অগ্নিকাণ্ডে আপনার যে ক্ষতি হয়েছে সেটা পোষাবার নয়। এ দোকান-ই ছিল আপনার উপার্জনের একমাত্র রাস্তা। সেটাই আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে। আপাতত হাত খরচ ও বাজার সদাই করার জন্য আমার ব্যক্তিগত তহবিল থেকে কিছু আর্থিক সহায়তা দিচ্ছি। পুনরায় ব্যবসা দাঁড় করাতে বা নতুন দোকান নির্মাণে যথাসম্ভব সহায়তা করবো- ইনশাআল্লাহ।

তিনি বলেন, হোঁচট খাওয়া মানে সবকিছু শেষ নয়, কিছু হোঁচট নতুন করে বাঁচতে শিক্ষা দেয়। নতুন করে নতুন ভাবে ব্যবসা দাঁড় করতে থাকেন, আমরা সর্বদা আপনার পাশে আছি।

উল্লেখ্য, গত ১৯ মে রবিবার ভোর ৫ টায় হাইমচর উপজেলার চরভাঙ্গা গ্রামের বাবুল গাজীর চা দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চললেও হাইমচর উপজেলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।  উপজেলার ৮নং ওয়ার্ড ভোট কেন্দ্র সংলগ্ন উত্তর চরভাঙ্গা গ্রামের বাবুল গাজীর উপার্জনের একমাত্র অবলম্বন চা দোকানে আগুন লাগে। নিমিষেই শেষ হয়ে যায় তার ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান। মানসিক ভাবে ভেঙে পড়েন তিনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দোকানের সকল মালামাল পুড়ে গেছে। টাকাসহ ক্যাশ বাক্স পুড়ে গেছে। দোকানে থাকা ফ্রিজ, টিভি, চাল, ডাল, বিস্কুট সহ দোকানের প্রায় সকল পণ্য পুড়ে ছাই হয়ে যায়। টিন ও কাঠের তৈরি এ দোকানে আগুনের ভয়াবহতায় অবশিষ্ট সবই ব্যবহার অনুপযোগী। ফায়ার সার্ভিসের তথ্যমতে বৈদ্যুতিক তার থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। দোকানে থাকা ফ্রিজ, টিভি সহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম পুড়ে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

Loading

শেয়ার করুন