অঙ্গীকার বন্ধু সংগঠনের কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত!
বিশেষ প্রতিনিধিঃ
স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজে ব্যাপৃত চাঁদপুরের শিক্ষিত তরুণ প্রজন্মের প্রাণের বন্ধন হিসেবে পরিচিত অরাজনৈতিক প্ল্যাটফর্ম “অঙ্গীকার বন্ধু সংগঠন এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর, শুক্রবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে মতলব শপিং সেন্টারে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সংগঠন এর সভাপতি মুহাম্মদ আল আমিন মিয়াজীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এএস পলাশ এর উপস্থাপনায় পবিত্র কোরআন তেলোয়াত করেন সংগঠন এর সহ-সভাপতি মোঃ ওয়ালীউল্যাহ সরকার তৌহিদ, গীতা পাঠ করেন সহ-ধর্ম বিষয়ক সম্পাদক তুষার রায়। সবাই নিজ নিজ অবস্থান থেকে পরিচয় এবং একজন অন্যজনকে মিষ্টিমুখ করান।
উক্ত পরিচিতি সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আল মহসিন প্রধান, এলিট সদস্য সোহেল রানা সরকার, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন এর সহ সভাপতি আব্দুর রহমান রিজভী, সাংগঠনিক সম্পাদক মোল্লা তাইমুর রহমান।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠন এর সহ-সভাপতি মোঃ ওয়ালীউল্যাহ সরকার তৌহিদ। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহ- সভাপতি নয়ন চন্দ্র গোলদার, মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী, জয়ন্তী ভৌমিক, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ তালুকদার, দেওয়ান জিসান আহম্মেদ, অর্থ সম্পাদক মাহিনুর ইসলাম বৃষ্টি, সহ-প্রচার সম্পাদক সিমান্ত পাল, শিক্ষার্থী কল্যাণ সম্পাদক সুমন চন্দ্র সাহা, যোগাযোগ সম্পাদক মোঃ তামিম তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম পাটওয়ারী, সহ- ধর্ম বিষয়ক সম্পাদক তুষার রায়, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ জিহাদুল ইসলাম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইয়াসিন আরাফাত শুভ, কার্যনির্বাহী সদস্য তৌকির আহম্মেদ পাটোয়ারী, আল আমিন হাজরা, মোঃ কামরুল হাসান, আবদুল কাদের সাজেন, মাহামুদুল হাসান মুন্না সরকার ও মোঃ তাহসিন মিয়াজী।
উক্ত পরিচিতি সভায় বাজেট প্রণয়ন, বার্ষিক পরিকল্পনা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।