কচুয়ায় আওয়ামী লীগের উদ্যোগে হরতাল বিরোধী মিছিল
কচুয়া প্রতিনিধি :
সারাদেশে বিএনপি জামায়াতের ডাকা হরতাল বিরোধী মিছিল করেছে কচুয়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার বিকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির ও সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি হরতাল বিরোধী মিছিল বের করা হয়।
মিছিলটি পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে কচুয়া বিশ^রোডস্থ এলাকায় এসে শেষ হয়।
হরতাল বিরোধী মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চোধুরী সোহাগ, সাবেক সাংগঠনিক সম্পাদক বাতেন সরকার,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহজালাল প্রধান জালাল,সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বাটা প্রমুখ।
এসময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই দিনে যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্বে পৃথক পৃথক স্থানে বিক্ষোভ ও শান্তি সমাবেশ করা হয়।