কচুয়ায় ইউএনও নাজমুল হাসানকে বিদায় সংবর্ধনা প্রদান
কচুয়া প্রতিনিধি :
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল হাসানকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে স্কুল কলেজ, মাদ্রাসা ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা জানানো হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আলী আশ্রাফ খানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আলাউদ্দীন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন-সংবর্ধিত প্রধান অতিথি কচুয়া উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার মো: নাজমুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: ইবনে আল জায়েদ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সহিদ উল্যাহ পাটওয়ারী, জমিয়াতে মুদারেসিন কচুয়া উপজেলা শাখার সভাপতি আলী আক্কাস সর্দার, কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন, কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেন, কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের আরবী প্রভাষক জাকির হোসেন শাজুলী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আলী আকবর তালুকদার।
অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায় নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে সংবর্ধিত করা হয়।