কচুয়ায় জাতীয় পার্টির প্রতিনিধি ও সংবর্ধনা সভা

কচুয়া প্রতিনিধি  : কচুয়া উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে শনিবার দুপুরে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে  প্রতিনিধি সভা ও জাতীয় কেন্দ্রীয় যুব সংহতির ১নং যুগ্ন সাধারন সম্পাদক পদে উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এ্যাড. মাঈন উদ্দিন মাইনু নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। 

উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ¦ মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-১ কচুয়া আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. শহীদুল ইসলাম।

বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক মো. রুহুল আমিন চৌধুরী, পৌর জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান সিরাজুল ইসলাম, সহ-সভাপতি কবির হোসেন সেলিম, সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, পৌর জাতীয় পার্টির সাবেক সভাপতি মিজানুর রহমান খান, উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক জসিম উদ্দিন সিকদার, জাতীয় পার্টির নেতা কাজী মোস্তফা কামাল প্রমুখ।

এসময় বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের অসংখ্যা নেতাকর্মীরা উপস্থি ছিলেন। 

Loading

শেয়ার করুন