কচুয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
কচুয়া প্রতিনিধি : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে কচুয়ায় নানা কর্মসূচি পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে রবিবার সকাল ৯টায় কচুয়া উপজেলা পরিষদ মাঠ সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ এর পক্ষে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান, কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহাজান শিশির, কচুয়া থানার ওসি মিজানুর রহমান, কচুয়া পৌরসভা’র মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবে সভাপতি প্রিয়তোষ পোদ্দার, সামাজিক যুব সংগঠন আলোর মশালসহ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহ জাতির জনকের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিষয়ে আলোচনা সভা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয় ।
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন