কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালন
কচুয়া প্রতিনিধি :
চাঁদপুরের কচুয়ায় বিভিন্ন কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৬০তম শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে।
বুধবার দিবসটি উপলক্ষে সকাল ৯টায় কচুয়া উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ও শেখ রাসেলের প্রতিকৃৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির।
পরে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন,কচুয়া প্রেসক্লাব সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানান। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার নাহিদ ইসলাম ও আইসিটি কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেনের যৌথ পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন,মুক্তিযোদ্ধা আব্দুল মবিন,জাবের মিয়া,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাছান,ওসি মুহাম্মদ ইব্রাহিম খলিল,কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দার,সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু সহ অন্যান্য কর্মকর্তা,শিক্ষার্থী ও সুধীজনরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।