কচুয়ায় বিএনপি’র ৫ নেতাকর্মী গ্রেফতার

কচুয়া প্রতিনিধি :
কচুয়ায় গত দু’দিনে বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো- উপজেলার খলাগাঁও গ্রামের বাসিন্দা বিএনপি নেতা মনির হোসেন,বিতারা গ্রামের বাসিন্দা ওয়ার্ড বিএনপির সভাপতি খলিলুর রহমান, খাজুরিয়া লক্ষীপুর গ্রামের বাসিন্দা দক্ষিন গোহট ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মজুমদার, সাচার কান্দিরপাড় গ্রামের বাসিন্দা উপজেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান ও পিপলকড়া গ্রামের বাসিন্দা উপজেলা যুবদলের প্রচার সম্পাদক আবু সায়েম রুবেল।

কচুয়া থানার ওসি মুহাম্মদ ইব্রাহিম খলিল জানান, তাদেরকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করে মঙ্গলবার চাঁদপুরের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।

Loading

শেয়ার করুন