কচুয়ায় বিভিন্ন কর্মকর্তাদের সাথে নব নির্বাচিত প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
কচুয়া প্রতিনিধি
কচুয়া প্রেসক্লাবের নব নির্বাচিত সদস্যরা উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং কমিটির তালিকা প্রেরন করেন।
রবিবার দুপুরে নব নির্বাচিত কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দারের নেতৃত্বে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, কৃষি কর্মকর্তার কার্যালয়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, আইসিটি কর্মকর্তার কার্যালয়, সমাজসেবা,মহিলা বিষয়ক ও তথ্য কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত ও নতুন কমিটির সদস্যদের নামের তালিকা প্রেরন করেন।
এসময় কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু, সাবেক সভাপতি রাকিবুল হাসান, মানিক ভৌমিক, সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল, সহ-সভাপতি কবি আলী আক্কাস তালুকদার, আফাজ উদ্দিন মানিক, কাউছার আহমেদ, যুগ্ন সম্পাদক আবুল কালাম আজাদ, আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান,সহ-সাংগঠনিক রাজীব চন্দ্র শীল, দপ্তর সম্পাদক ওমর ফারুক সায়েম, কার্যনির্বাহী সদস্য সনতোষ চন্দ্র সেন, মাসুদ রানা, সাংবাদিক বিল্লাল মাসুম, ফয়সাল আহমেদ বিএসসিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।