কচুয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়

কচুয়া প্রতিনিধি :
কচুয়ায় ড.মহীউদ্দীন খান আলমগীর এমপির সাথে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবকে স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।

বীরমুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন,কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম খলিল,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো.জাবের মিয়া, সাবেক কমান্ডার দেওয়ান সিরাজুল ইসলাম,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শহিদ দর্জি, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন মানিক,আনোয়ার সিকদার,মনিরুজ্জামান খান,সৈয়দ আহমেদ, আবু তাহের মাস্টার,আব্দুল আলীম প্রমুখ।

এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,সন্তান কমান্ডের নেতৃবৃন্দ মতবিনিময় সভায় অংশগ্রহন করেন।

Loading

শেয়ার করুন