কচুয়ায় বীর মুক্তিযোদ্ধা সহিদ উল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
কচুয়া প্রতিনিধি :
কচুয়া উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের কৈটোবা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও বিডিআর এর অবসর প্রাপ্ত হাবিলদার সহিদ উল্লাহ (৭৮) বার্ধক্য জনিত রোগে মঙ্গলবার রাত ৭ টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না………রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার কন্যাসহ বহু গুনগ্রাহী রেখে যান। গতকাল বুধবার বাদ যোহর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর জানাযা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া, আনোয়ার হোসেন সিকদার, সন্তোষ চন্দ্র সেন, ডা. তাসাদ্দেক হোসেন মোহন ও ইউপি চেয়ারম্যান আমির হোসেনসহ এলাকার বিপুল সংখ্যাক লোকজন অংশগ্রহন করেন।