কচুয়ায় ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি
কচুয়া প্রতিনিধি :
চাঁদপুরের কচুয়ায় এক ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি হয়েছে। সোমবার মধ্যরাতে উপজেলা বুধন্ডা গ্রামের মৃত জিন্নত আলী হাজীর ছেলে মাঝিগাছা বাজারের সোলার প্যানেল ব্যাবসায়ী আব্দুল কাদের এর বসতঘর থেকে (ঢাকা মেট্রো-হ-৪৮৩১০১) হিরো আই স্মার্ট মডেলের একটি মোটরসাইকেল ও স্মার্ট মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরের দল।
এ ঘটনায় ভ‚ক্তভোগী ব্যবসায়ী আব্দুল কাদের মোটরসাইকেল সন্ধানে সকলের সহযোগিতা কামনা করেছেন। এ ব্যাপারে কচুয়া থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ভ‚ক্তভোগী আব্দুল কাদের।
ভ‚ক্তভোগী বুধুন্ডা গ্রামের অধিবাসী আব্দুল কাদের বলেন, সোমবার রাতে মাঝিগাছা বাজারে ব্যবসার কাজ শেষ করে নিজ বাড়িতে চলে আসি। কিন্তু রাতে ঘুমিয়ে পড়লে কে বা কাহারা গৃহের বারান্দার দরজার তালা কেটে মোটরসাইকেল ও মোবাইল সেট নিয়ে যায়। চোর চক্রের সন্ধান ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
কচুয়া থানার ওসি মুহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনা হবে।