কচুয়ায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুস সালাম প্রধান আর বেঁচে নেই : দাফন সম্পন্ন
কচুয়া প্রতিনিধি :
কচুয়ায় সামাজিক সংগঠন কচুয়া থিয়েটারের সভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও যুবলীগ নেতা আব্দুস সালাম প্রধান ওরফে দাদা ভাই আর বেঁেচ নেই (ইন্নালি……রাজিউন)।
তিনি বুধবার সকাল ৯টায় লিভার জনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। ওই দিন বুধবার বাদ মাগরিব জানাযা শেষে মরহুমের লাশ কচুয়া পৌরসভাধীন ধামালুয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
মরহুমের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও নৌকার প্রার্থী ড. সেলিম মাহমুদ, কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপনসহ নেতাকর্মীরা শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
উল্লেখ্য যে, কচুয়া পৌরসভাধীন ধামালুয়া গ্রামের অধিবাসী মৃত: আব্দুস সাত্তার প্রধানের পুত্র কচুয়ার সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে অত্যন্ত প্রতীভার অধিকারী মুখ আব্দুস সালাম প্রধান এলাকায় দাদা ভাই হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়