কচুয়ার আবেদ আলী একাডেমীতে বিজয় দিবস উদযাপন ও পুরস্কার বিতরণ

কচুয়া প্রতিনিধি  :
কচুয়া উপজেলার দক্ষিণ তেতৈয়া গ্রামে প্রতিষ্ঠিত আবেদ আলী একাডেমীর উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়েছে।
শনিবার এ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় আবেদ আলী একাডেমীর সভাপতি মোহাম্মদ কাউছার আহমেদ প্রধানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মহিউদ্দিন সিকদার মাফি’র পরিচালনায় বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত শিক্ষক মজিবুল হক মাষ্টার, আওয়ামীলীগ নেতা ফজলুল হক সরকার, সমাজসেবক মো: আলী আশরাফ সরকার, কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু, ইউপি সদস্য মানিক হোসেন, সমাজসেবক মো: শাহজালাল সরকার, মোজাম্মেল হক প্রধান, ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ডা: মনিরুজ্জামান মজুমদার প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবক নজরুল ইসলাম আমিন (মোয়াজ্জেম), ইউনিয়ন যুবলীগের সদস্য আকমত আলী সিকদার, ওমর ফারুক সিকদার, সাব্বির প্রধান, সুলতান সিকদার, সাফার উল্যাহ সরকার, বাচ্চু মিয়া প্রধান,ইসহাক সরকার,সোহেল সরকার,গাজী হানিফ প্রধান, মিজান সরকার, প্রমুখ।
 পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, তেতৈয়া সরকার বাড়ি সংলগ্ন আবেদ আলী একাডেমীতে একঝাঁক তরুন মেধাবীদের নেতৃত্বে বিগত এক বছর আগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে শিশু শিক্ষার মাধ্যমে আবেদ আলী একাডেমীটি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।

Loading

শেয়ার করুন