কচুয়ার মাঝিগাছা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্য পদে মনোনীত হলেন যারা

কচুয়া প্রতিনিধি :
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মাঝিগাছা মাওলানা মবিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে মনোয়ন প্রত্যাহারের শেষ দিনে অভিভাবক সদস্য পদে ৪জন সদস্য মনোনীত হয়েছেন।

১২ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ওই বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম পাটওয়ারী, সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. হালিম পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ন-আহবায়ক মিঞা মো. নিজাম উদ্দিন ও ব্যবসায়ী মো. শাহীন পাটওয়ারী মনোনীত হয়েছেন।

এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. শরীফুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে নাজনীন আক্তার চৌধুরানী ও রাশীদা বেগম প্রাথমিক ভাবে মনোনীত হয়েছেন। আগামী ২৬অক্টোবর ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু প্রার্থীদের মধ্যে সমঝোতা হওয়ায় ৪জন প্রার্থী মনোনীত হয়েছেন বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে।

এদিকে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মাঝিগাছা মাওলানা মবিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদের বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম পাটওয়ারী, সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. হালিম পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ন-আহবায়ক মিঞা মো. নিজাম উদ্দিন ও ব্যবসায়ী মো. শাহীন পাটওয়ারী মনোনীত হওয়ায় তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।

Loading

শেয়ার করুন