কচুয়ার রহিমানগর বাজারে ইনসাফ জেনারেল হাসপাতালের উদ্বোধন

কচুয়া প্রতিনিধি :
কচুয়া উপজেলার রহিমানগর বাজারে নতুন উদ্যোমে উন্নত সেবার প্রতিশ্রæতি নিয়ে ইনসাফ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার রহিমানগর উত্তর বাজারে সাতবাড়িয়া রোডে এ হাসপাতালের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ হাসপাতালের শুভ উদ্বোধন করেন, গাজীপুর সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও কচুয়ার কৃতি সন্তান ডা. রিফায়েত উল্লাহ শরীফ।

ইনসাফ জেনারেল হাসপাতালের চেয়ারম্যান আলহাজ্ব নাছির উদ্দিন মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, ফয়েজীয়া দরবার শরীফের পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী।

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মিরসরাই লতিফীয়া দরবার শরীফের পীর হাফেজ মাওলানা মিসবাহুল ইসলাম লতিফী, গোহট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. আমির হোসেন, গোহট উত্তর ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন, কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবুল হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী মাষ্টার মো. রুহুল আমিন, মুফতি মাওলানা আবুল হাসেম শাহ মিয়াজী, সমাজসেবক মাষ্টার মো. আব্দুল হক, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গির আলম, কবির হোসেন, এম.এ আউয়াল খান নকশেবন্দী, বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম প্রমুখ। এসময় রহিমানগর বাজার ব্যবসায়ী, গ্রাম্য চিকিৎসক, হাসপাতাল পরিচালকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন