কচুয়ার সাচার ডিজিটাল সাইন এন্ড অফসেট প্রেসে’র উদ্বোধন
কচুয়া প্রতিনিধি :
কচুয়া উপজেলার সাচার বাজারে প্রথমবারের মতো নিজস্ব ইকো মেশিনে নিখুত প্রিন্ট ও আধুনিক ডিজাইনের নিশ্চয়তার প্রতিশ্রæতি নিয়ে সাচার ডিজিটাল সাইন এন্ড অফসেট প্রেসে’র আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে সাচার জগন্নাথ মন্দির মার্কেটে ফিতা কেটে বর্ণাঢ্য আয়োজনে এর শুভ উদ্বোধন করা হয়।
এ সময় সাচার ইউনিয়ন পরিষদের সচিব জসিম উদ্দিন মজুমদার, সাচার সেন্ট্রাল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আবদুল রশিদ মিয়াজী, সাচার জগন্নাথ ধান পূজা ও সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক বাসুদেব সাহা, ব্যবাসায়ী রঞ্জিত সাহা, সুবল দাস, পিন্টু দাস, সাচার ডিজিটাল সাইন এন্ড অফসেট প্রেস এর ব্যবস্থাপনা পরিচালক জয়দেব কর্মকার জয়, পরিচালক সৌরভ কর্মকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত সাচার ডিজিটাল সাইন এন্ড অফসেট প্রেস এর সেবা গ্রহন করতে এলাকার সকল শ্রেনিপেশার মানুষকে দাওয়াত করেছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জয়দেব কর্মকার জয়।