কচুয়ার সাচার রেনেসাঁ সমবায় সমিতির ২০ বছর পদার্পণ উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত
কচুয়া প্রতিনিধি : আস্থা আছে, আস্থা রাখুন-অবিচল আস্থার ২০ বছর পদার্পণ উপলক্ষে কচুয়া উপজেলার রেনেসাঁ সমবায় সমিতির সাফল্যের ২০ বছর উৎসব পালন ও সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাচার দক্ষিণ বাজারস্থ রেনেসাঁ হাসপাতালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় সমাজ সেবক হাজী মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে ও সমাজ সেবক মোখলেছুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, রেনেসাঁ হাসপাতালের চেয়ারম্যান মো: মহিউদ্দিন মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রেনেসাঁ হাসপাতালের পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন মজুমদার, রেনেসাঁ সমবায় সমিতির সভাপতি মো: জিয়া উদ্দিন মজুমদার, সাধারন সম্পাদক মোঃ বোরহান উদ্দিন প্রধান, সমাজ সেবক সরোয়ার জাহান প্রধান, ছাত্রলীগ নেতা মো: নাঈম প্রধান প্রমুখ। পরে গ্রাহকদের মাঝে বিভিন্ন মেয়াদী চেক বিতরন করা হয়।