কচুয়ার সেঙ্গুয়া কালভার্ট ভেঙে মরণফাঁদ, ঝুঁকি নিয়ে যাতায়াত

কচুয়া প্রতিনিধি : চাঁদপুরের কচুয়ায় একটি কাঁচা সড়কের কালভার্ট ভেঙে যাওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। উপজেলার সেঙ্গুয়া ঈদগাঁ-বক্সগঞ্জ কাচাঁ সড়কের কালভার্ট ভেঙে বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে ওই সড়কে চলাচলকারীদের জন্য তৈরি হয়েছে মরণফাঁদ। সড়কটি দিয়ে সেঙ্গুয়া, মেঘদাইর, বক্সগঞ্জসহ ১০টি গ্রামের হাজারো মানুষ চলাচল করে থাকে।

স্থানীয় বাসিন্দা আবু তালেব,আব্দুর রাজ্জাক ও আব্দুল বাতেন জানান, সেঙ্গুয়া ঈদগাঁ-বক্সগঞ্জ কাচাঁ সড়কের দক্ষিন সেঙ্গুয়া গ্রামে কালভার্টটি প্রায় এক বছর ধরে ভেঙে একটু একটু করে গর্তের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম গাজী বলেন, কালভার্টটি ভেঙে যাওয়া চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এলাকাবাসীর। এ ব্যাপারে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনকে কালভার্টের সংস্কারের ব্যাপারে অবগত করেছি।

উপজেলা প্রকৌলশী আব্দুল আলিম লিটন বলেন, কালভার্টটি পরির্দশনে গিয়ে সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।

প্রকাশিত :  রোব বার,  ১২  মে ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

Loading

শেয়ার করুন