কচুয়া দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ৮ ফেব্রুয়ারি

কচুয়া প্রতিনিধি   : কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচনী তফসীল ঘোষণা করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মো. আলী আশ্রাফ খান ওই বিদ্যালয়ের তফসীল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ১৮ থেকে ২২ জানুয়ারী মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দান, ২৩ জানুয়ারী মনোনয়নপত্র বাছাই, ২৭ জানুয়ারী প্রত্যাহার এবং ৮ ফেব্রæয়ারী সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

এদিকে নির্বাচনে ৪ টি পদের বিপরীতে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এরা হলেন, নুরজাহান আক্তার, বিধান চন্দ্র শীল, মর্জিনা আক্তার, আব্দুল জলিল, আলমগীর গাজী, খোরশেদ আলম মজুমদার, মহসীন ব্যাপারী, মোশারফ হোসেন, রতন চন্দ্র শীল ও হারুন অর রশিদ।

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের মোট ২শ ৮০ জন ভোটার রয়েছে। ওইদিন ভোটাররা ১০ জন প্রার্থী থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট প্রদানের মাধ্যমে ৪ জন প্রার্থী নির্বাচিত করবেন।

Loading

শেয়ার করুন