কচুয়া পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কচুয়া প্রতিনিধি :
সারাদেশে বিএনপি-জামায়াত অপশক্তি কর্তৃক প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশ হাসপাতালে হামলা, পুলিশ সদস্য হত্যা, সাংবাদিক নির্যাতন, যানবাহনে অগ্নিসংযোগ ও হরতাল অবরোধের নামে ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে চাঁদপুরে কচুয়া পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বুধবার বিকেলে কচুয়া আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির নেতৃত্বে একটি মিছিল বের করা হয়।
মিছিলটি পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে প্রতিবাদ সভায় মিলিত হয়।

কচুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন সোহেল ভূঁইয়ার সার্বিক পরিচালনায় এসময় জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, কড়ইয়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুস সালাম সওদাগর, সাবেক ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ, পৌর কাউন্সিল কামাল হোসেন অন্তর,গাজীপুর সিটি মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা. রিফায়েত উল্লাহ শরীফ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ছাদেক উল্যাহ মুন্সী, যুগ্ন সাধারণ সম্পাদক মাইনুল হোসেন,দপ্তর সম্পাদক জিএম ফারুক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রুনু মিয়া, সদস্য জুরু মিয়া, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচ্চু মিয়া, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছগীর আহমেদ, সাধারন সম্পাদক কামাল হোসেন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, পৌর যুবলীগ নেতা গাজী ফারুক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম খলিল বাদল, ছাত্রলীগ নেতা স¤্রাট ইয়াসিন, মেহেদী হাসান, শাহাদাত প্রধান সহ দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে অংশগ্রহন করেন।

Loading

শেয়ার করুন