কচুয়ার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মহসিন মিয়ার এমফিল ডিগ্রী অর্জন

An Investigation into the Provision of a Decision Support System to Evaluate Software Performance Under Uncertainty. শীর্ষক গবেষণা অভিসন্দর্ভের জন্য মো. মহসিন মিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেছেন। গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৪৩তম একাডেমিক কাউন্সিল এবং গত ০৪ মার্চ অনুষ্ঠিত ৫৪৩তম নিয়মিত সিন্ডিকেট সভায় এই ডিগ্রি অনুমোদন করেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সে এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দেশবরেণ্য ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গবেষক অধ্যাপক ড. শাহাদাত হোসেন এই গবেষণাকর্মের তত্ত্বাবধায়ক ছিলেন। মো. মহসিন মিয়া বর্তমানে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সের বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে নিয়োজিত আছেন। এর পূর্বে তিনি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের কম্পিউটার সায়েন্সে বিভাগের বিভাগীয় প্রধান ও লেকচারার হিসেবে নিয়োজিত ছিলেন। তাছাড়া একাদশ শ্রেনির জন্য রেফারেন্স বুক হিসেবে তাঁর লেখা একটি আইসিটি বই রয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ অনার্স সেকশনের জন্য কম্পিউটার ফান্ডামেন্টাল হিসাবে আরেকটি রেফারেন্স বুক রয়েছে।

মো. মহসিন মিয়া অধ্যাপক ড. শাহাদাত হোসেন স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন এবং এই ডিগ্রীর পেছনে অনুপ্রেরনাকারী ও সার্বিক সহযোগীতার জন্য ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও প্রফেসর ড. মো: রাশেদ মোস্তফা মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তাছাড়া উক্ত ডিগ্রি প্রদানের সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য যে , মো. মহসিন মিয়ার এই ডিগ্রির সাথে সংশ্লিষ্ট আন্তর্জাতিক মানের সাতটি গবেষণা রয়েছে । তিনি চাঁদপুর জেলাধীন কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের পাথৈর গ্রামের মিয়াজী বাড়িতে জন্মগ্রহন করেন। তাঁর বাবার নাম মরহুম মো: ইসমাইল মিয়া। তার বড় ভাই মো: মকবুল হোসেন মিয়াজী একজন রাজনীতিবিদ ও শিক্ষানূরাগী সমাজসেবক। স্থানীয় পাথৈর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তিনি। এছাড়াও তার ছোট ড. মহব্বত আলী শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক পদে শিক্ষকতা পেশায় রয়েছেন।

Loading

শেয়ার করুন