চাঁদপুরের মেঘনায় বাল্কহেডে অভিযান, গ্রেপ্তার ১০

নিউজ ডেস্ক :  চাঁদপুরের মেঘনা নদীতে বাল্কহেডে অভিযান চালিয়ে কাগজপত্র যাচাই করে বাল্কহেডের সার্ভে সনদ ঝুলিয়ে না রাখা, রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ্য স্থানে রাখা এবং সুকানি যোগ্যতা না থাকার অপরাধে ৯টি বাল্কহেডের ১০ জন সুকানি ও শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) রাত সাড়ে ৯টায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

গ্রেপ্তার সুকানি ও শ্রমিকরা হলেন- সুকানি মো. ফোরকান (৪৩), বোরহান উদ্দিন (২৫), মো. বোরহান মিয়া (৩৭), মো ইয়াম উদ্দিন আহমেদ (২২), মো. মাসুদ (৪৭), মো. ফারুক হোসেন (৫২), মো. শাহাদাত হোসেন (৩৬), ওয়াকিবুর রহমান (৩২), শ্রমিক মো. বাচ্চু শেখ (৩০) ও মো. মিলন খান (২৫)। গ্রেপ্তারদের বাড়ি কিশোরগঞ্জ, নড়াইল, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়।

ওসি কামরুজ্জামান বলেন, আজ সকাল ৬টা ৪০ মিনিট থেকে সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত সদর উপজেলার পৌর এলাকা ও রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার নামক স্থানে অভিযান চালিয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ময়নাল হোসেন ও সঙ্গীয় ফোর্স তাদের গ্রেপ্তার করেন।

ওসি আরও বলেন, গ্রেপ্তার ১০ জনের মধ্যে ৮ জনের বিরুদ্ধে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ (সংশোধনী-২০০৫) বিভিন্ন ধারায় মেরিন আদালতে প্রসিকিউশন দাখিল করা হয় এবং জব্দকৃত বাল্কহেড চালকের নিকট বুঝিয়ে দেওয়া হয়। এ ছাড়া বাকি দুইজনের বিরুদ্ধে ১৮৬০ সালের পেনাল কোড আইনের ২৮০/৩৪ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রকাশিত :  শুক্র বার,  ২৪  মে ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

Loading

শেয়ার করুন