চাঁদপুরে গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মাৰ্চ শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

তিনি বলেন, পাক হানাদার বাহিনী ওই সময়ে আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতিত করেছে। ২৫ মার্চের কালরাত্রে আমাদেরকে সর্বশেষ পেরেকটি ঢুকিয়েছিলো। আজকের আলোচনা সভার কারণ হচ্ছে বর্তমান প্রজন্মকে সঠিক ইতিহাস সম্পর্কে জানানো। সঠিক ইতিহাস জানতে আমাদের খুব কষ্ট হয়েছিলো।

২৫ মার্চের ঘটনার ইতিহাসও জানতে আমাদের প্রায় অনেকবছর লেগেছে। ২৫ মার্চের ইতিহাস জানতে হলে তার গুরুত্ব সম্পর্কে জানতে হবে। ২০১৮ সালের গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। তবে এখনও আমরা আন্তর্জাতিক স্বীকৃতি পাইনি। আশা করি অল্পসময়ের মধ্যে আমরা সেই স্বীকৃতি পেয়ে যাব।

অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বার, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, এনএসআই এর উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাষ্টার প্রমূখ।

আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

Loading

শেয়ার করুন