চাঁদপুরে  বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের স্ত্রী গাঁজাসহ আটক

স্টাফ রিপোর্টার

চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপি নেতার স্ত্রী কে গাঁজাসহ আটক করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ।

ঘটনার সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উক্ত ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ তারেক হোসেন বিপ্লবের স্ত্রী রোজী আক্তার (৩২) ১ কেজি গাঁজাসহ আটক করে চাঁদপুরের নৌ পুলিশ।

ঘটনাটি ঘটেছে গত ৮ মে বিকেলে শহরের বড় স্টেশন লঞ্চ টার্মিনালের প্রবেশ মুখ থেকে তাঁকে আটক করেছে।

নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে এস আই রেদোয়ানের নেতৃত্বে গঠিত ফোর্স নৌ টার্মিনাল এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে এবং বিভিন্ন ভাবে তল্লাশি করে। এক পর্যায়ে রোজি আক্তারের সাথে থাকা ব্যাগ তল্লাশি করলে ১ কেজি গাঁজা প্যাঁচানো পলিথিন উদ্ধার করে।

এ ঘটনায় আটক রোজী আক্তারের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাঁকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

জানাযায়, দীর্ঘদিন যাবত রোজী আক্তার ও তাঁর বোন, সাবেক ইউপি সদস্য তারেক হোসেন বিপ্লবের নেতৃত্বে ৫ নং রামপুর ইউনিয়নের সকদী পাঁচ গাও গ্রাম এলাকায় মাদকের জমজমাট ব্যবসা চালিয়ে আসছে। এবিষয়ে উক্ত এলাকার দীর্ঘদিনের অভিযোগ ছিলো। অবশেষে নৌ পুলিশের হাতে ধরা খেলো সেই মাদক ব্যবসায়ী।

Loading

শেয়ার করুন