চাঁদপুরে ১৭ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক : চাঁদপুরের মতলব উত্তরে ৮ মাসের সাজাপ্রাপ্ত ১৭ মামলার পলাতক আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রাসেলকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩০) মে সকালে গ্রেপ্তার রাসেলকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়। এর আগে বুধবার দিনগত রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় উপজেলার ধনাগোদা নদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) সুজিত চন্দ্র দে, নাজিম উদ্দিন ও এ এস আই আতিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান।

রাসেল উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিম খাঁ গ্রামের হামিদ আলী উজিরের ছেলে।

পুলিশ জানায়, প্রায় ১০ বছর যাবৎ পলাতক ছিলেন তিনি। আন্তঃজেলার ডাকাত দলের সদস্য তিনি। তার বিরুদ্ধে চাঁদপুর ও কুমিল্লাসহ অন্য জেলায় মাদক, দস্যুতা, ডাকাতি, চুরিসহ ১৭টি মামলা রয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন রনি বলেন, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আমরা ১৭ মামলার আসামি রাসেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আজ তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।

প্রকাশিত : বৃহস্পতি বার,  ৩০  মে ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

Loading

শেয়ার করুন