ছেংগারচর পৌরসভার মেয়র আরিফ উল্লাহ সরকার কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোটারদের দ্বারে দ্বারে

সফিকুল ইসলাম রানা :
ছেংগারচর পৌরসভার নবনির্বাচিত মেয়র আরিফ উল্লাহ সরকার কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।

ভোটের আগে যেভাবে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেছেন, বিজয়ী হওয়ার পর ঠিক সেভাবেই ভোটারদের কাছে যাচ্ছেন। তাকে নির্বাচিত করায় কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তিনি সবাইকে পাশে থাকার আহ্বান জানাচ্ছেন।

ভোটের পরদিন ১৮ জুলাই থেকেই মাঠে নেমেছেন নবনির্বাচিত মেয়র আরিফ উল্লাহ সরকার।

বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, স্থানীয় সাংসদ নূরুল আমিন রুহুল এমপি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল, সহ সম্পাদক ইন্জি. কামরুজ্জামান খান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, সাবেক চেয়ারম্যান এসি মিজান, সাবেক কেন্দ্রীয় যুবলীগের সদস্য এম ইসফাক আহসান সিআইপিসহ সকল নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নির্বাচিত হওয়ার পর অনেক জনপ্রতিনিধি সাধারণত ভোটারদের দ্বারে দ্বারে যাওয়া ভুলে যান। ভোটারদের প্রতি এই প্রার্থীর কৃতজ্ঞতা প্রকাশে খুশি পৌরবাসী।

গত ১৮ জুলাই মঙ্গলবার পৌরসভার বিভিন্ন স্থানে ঘুরে নবনির্বাচিত মেয়র আরিফ উল্লাহ সরকার বলেন, আমি পৌরসভার সর্বস্তরের মানুষের ভোটে নির্বাচিত হয়েছি। সবাইকে সঙ্গে নিয়ে সবার সহযোগিতায় আধুনিক ও মডেল পৌরসভা গড়তে চাই। নির্বাচনের আগে যেভাবে ভোটারদের কাছে গিয়ে ভোট চেয়েছিলাম, বিজয়ী হওয়ার পর আবারও তাদের কাছে যাচ্ছি কৃতজ্ঞতা জানাতে। সকল শ্রেণিপেশার মানুষের সাথে সবসময় আমার ভালবাসা ও যোগাযোগ থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, আ’লীগ নেতা আলাউদ্দিন প্রধান, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জিসহ আ’লীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লখ্য, ছেংগারচর পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনীত আরিফ উল্লাহ সরকার নৌকা প্রতীক নিয়ে ১৩ হাজার ৯৬ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র হিসেবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী নুরুল হক সরকার পায় ৬ হাজার ৩৪৭ভোট পেয়ে পরাজিত হন। নৌকা ৬ হাজার ৬৫৯ ভোট বেশি পায়।

Loading

শেয়ার করুন