জননেত্রীর নির্দেশে আমরা স্বতন্ত্র নির্বাচন করতেছি : আবু সাহেদ সরকার
ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনের নির্বাচনের ড. শামছুল হক ভূঁইয়ার ঈগল প্রতীকের সমর্থনে পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০শে ডিসেম্বর) বিকেলে সাফুয়া ছিদ্দিকুর রহমান পাটওয়ারীর বাড়িতে পৌর আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন পাটওয়ারীর সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সাহেদ সরকার বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা স্বতন্ত্র নির্বাচন করতেছি। নির্বাচনকে অংশগ্রহণমূলক করা জন্য আমরা সকল কাজ করে যাচ্ছি। বিগত নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছি। বর্তামান এমপি নির্বাচিত করার জন্য উপজেলা আওয়ামী লীগ দিনরাত নিরসর পরিশ্রম করে তাকে নির্বাচিত করেছি। কিন্তু তিনি নেতা কর্মীদের মূল্য করেনি। তাই এই নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের ঈগল মার্কা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহন করে । আগামী ৭ জানুয়ারী আমরা সকলে ঈগল মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করবো। জননেন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো।
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আলমগীর হোসেন স্বপন, আরিফুর রহমান আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন মিয়াজী, মহিউদ্দিন ভূঁইয়া ইরান, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্বাস উদ্দীন, জসিম উদ্দিন দিদার, উপজেলা সেচ্চা সেবক লীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন মিঠু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ রাসেল, আহসান উল্যা দেওয়ান, উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহির হোসেন মিজি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা, মাহবুব আলম সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের নেতা হাবিবুর রহমান পাটওয়ারী, হাজী মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারী, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা খালেক মাস্টার, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার দেওয়ান, কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোহাইমিন সারোয়ার প্রমুখ।
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ড কাউন্সিল মাজারুল ইসলাম মিরন, রূহুল আমিন রুবেল সহ সকল ওয়ার্ডের আওয়ামীলীগ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ কৃষকলীগ নেতৃবৃন্দ।