দুবাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা : ২২দিন পর কচুয়ায় যুবকের লাশ দাফন
কচুয়া প্রতিনিধি : দুবাই শহরের দারাইয়া এলাকায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে ট্রলির চাপায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত চাঁদপুরের কচুয়ার তেগুরিয়া গ্রামের শ্রমিক হামানিয়া প্রধান বাবু (২৫) এর লাশ দাফন করা হয়েছে।
শেষ চোখের জলে বৃহস্পতিবার বাদ আছর জানাযা শেষে তেগুরিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। তার জানাযা অনুষ্ঠানে এলাকার অসংখ্যা মুসল্লি অংশগ্রহন করেন।
গত ২২ এপ্রিল রাতে নিহত হন তিনি। পরবর্তীতে ২২দিন পর তার লাশ দেশে ফিরলে পরিবার ও আত্মীয় স্বজনের মাঝে শোকের মাতম দেখা দেয়।
হামানিয়া বাবু বিতারা ইউনিয়ন ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক পদে ছিলেন। তিনি ৩বছর পূর্বে দুবাইয়ে জীবিকার তাগিদে পাড়ি জমান এবং পরবর্তীতে ৩মাস পূর্বে ছুটিতে এসে পূনরায় তিনি দুবাইয়ে পাড়ি জমান।
প্রকাশিত : বৃহস্পতি বার, ১৬ মে ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ