নির্বাচন থেকে সরে দাঁড়ালেন অ্যাড. জাহিদুল ইসলাম রোমান
মোঃ আনিছুর রহমান সুজন :
দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
রোববার (১৭ ডিসেম্বর) বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এর কারণ ব্যাখা করে মনোনয়নপত্র প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
তিনি বলেন, আমার পরিবার রাজনৈতিক আদর্শের পরিবার। আবার বাবা বিমান বাহিনীর চাকুরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন। তিনি সংসদ সদস্য হওয়ার পাশাপাশি চাঁদপুর জেলা আওয়ামীলীগের আমৃত্যু সভাপতি ছিলেন। তার তথা আওয়ামী পরিবারের সন্তান হিসেবে আমি কখনোই দলের তথা নৌকার বিরুদ্ধে নির্বাচন করার কথা চিন্তা করতে পারি না। তাই শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে আমি নির্বাচন থেকে সরে দাড়িয়েছি।
একটি অংশগ্রহণমুলক সুষ্ঠু অবাধ নির্বাচন করার লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। কিন্তু এতদিন নিজের সাথে অনেক যুদ্ধ করেছি। শেষ পর্যন্ত দলের প্রতি আমার অকৃত্রিম ভালবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি।
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
প্রেসক্লার সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এস তসলিম আহমেদ, সাবেক জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, পৌর কাউন্সিলর সাজ্জাদ হোসেন টিটু, পৌর যুবলীগের যুগ্মআহŸায়ক এস এম সোহেল রানা, আওয়ামীলীগ নেতা নুরের রহমান পাটওয়ারী সুমন, আমিন হোসেন এমরান, অ্যাড. মাহবুব আলম, তাঁতী লীগ সভাপতি মিজান গাজী, উপজেলা ছাত্রলীগ সভাপতি বাকী বিল্লাহ সোহাগ, যুবলীগ নেতা ফিরোজ আলম, রাব্বি ইসলাম মায়া, কাউসার আহমেদ, রাশেদ হোসেন দুর্জয়,জুয়েল রানা, স্বপন কাজী, শাকিল হোসেন, শহিদ বেপারী, ছাত্রলীগ নেতা রাসেল পাটওয়ারী প্রমুখ।
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
এর আগে জেলা রিটানিং অফিসারের কাছে অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান মনোনয়নপত্র প্রত্যাহার পত্র জমা দেন।