ফরিদগঞ্জের চরদুখিয়া পূর্ব হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের অভিষেক অনুষ্ঠান
ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জের চরদু:খিয়া পুর্ব ইউনিয়নে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে এই অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
আলোনিয়া শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে নবগঠিত ইউনিয়ন কমিটির অভিষেক অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি হিমাংশু চন্দ্র দাস-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সনজিত চন্দ্র দাস-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডা: পরেশ চন্দ্র পাল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি হিতেশ চন্দ্র শর্মা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সম্পাদক তপন কুমার মজুমদার, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার আহবায়ক লিটন কুমার দাস, সদস্য সচিব প্রবীর চক্রবর্তী এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নারায়ন রবিদাস।
এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সদস্য সচিব গনেশ চন্দ্র লোধ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক তুষার সাহা সোহাগ, সদস্য সচীব মিঠুন চক্রবর্তী, যুগ্ম আহবায়ক রাখাল চন্দ্র দাস অভি।
এছাড়া আরো বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার অর্থ সম্পাদক তপন কর্মকার, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সদস্য বীর মুক্তিযোদ্ধা মানিক চন্দ্র দাস, পরেশ দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ গুপ্টি পশ্চিম ইউনিয়ন কমিটির সভাপতি কৃষ্ণ গোপাল অধিকারী, রূপসা উত্তর ইউনিয়ন কমিটির সভাপতি কানাই লাল জনক, চরদু:খিয়া পশ্চিম ইউনিয়ন কমিটির সভাপতি রতন চন্দ্র দাস, সম্পাদক হীরা লাল দাস, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন কমিটির সম্পাদক শংকর মজুমদার, পুজা উদযাপন পরিষদ চরদু:খিয়া পশ্চিম ইউনিয়ন কমিটির সভাপতি শীতল কান্তি সেন, সম্পাদক বিদ্যুৎ চন্দ্র দাস, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন কমিটির সভাপতি বাবুল চন্দ্র দাস প্রমুখ ।
এর আগে চরদু:খিয়া পুর্ব ইউনিয়নে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নবগঠিত ৫১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন মজুমদার।