ফরিদগঞ্জের বিরামপুর উচ্চ বিদ্যালয় নির্বাচন সম্পন্ন
ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জের বিরামপুরের শহীদ জাবেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন চলছে। রোববার (৯ এপ্রিল)সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
নির্বাচনের প্রিসাইডিং অফিসার ও উপজেলা পরিসংখ্যান অফিসার আবুল কাশেম জানান, ভোটাররা পাঁচজন অভিভাবক সদস্য নির্বাচিত করার লক্ষ্যে ভোট গ্রহণ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করেন। নির্বাচনে মোট ১০জন প্রার্থী নির্বাচন করেছেন। এর মধ্যে পুরুষ ৮জন ও মহিলা সংরক্ষিত কোটায় দুজন।
পুরুষ প্রার্থীরা হলেন, ব্যালটের ক্রমানুসারে আবুল কালাম শেখ, আমির হোসেন, আলম দেওয়ান, খোকন মাল, জাহিদ তপাদার, দেলোয়ার গাজী,মোশারফ তাপাদার,মোহাম্মদ হোসেন। সংরক্ষিত আসনের দুইজন প্রার্থী হলেন জেসমিন আক্তার ও রৌশনারা বেগম। নির্বাচনে মোট মাট ৩৩৮ জন ভোটারের মধ্যে ২৮৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে বিজয়ীরা হলেন, আবুল কালাম শেখ, আমির হোসেন, জাহিদ তপদার, মোহাম্মদ হোসেন এবং সংরক্ষিত আসনে জেসমিন আক্তার।
খোরশেদ আলম বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম জানান, নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল।