ফরিদগঞ্জে এক কেজি গাঁজাসহ আটক ২
ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জ থানা পুলিশ এক কেজি ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে । আটককৃতরা হলেন, জসিম উদ্দিন(৩৮) ও জাকির হোসেন প্রকাশ বাপ্পি (২৫)। উভয়ের বাড়ি উপজেরার রূপসা উত্তর ইউনিয়নে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বাজারস্থ উচ্চ বিদ্যালয়ের সামনে ওই দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তাদের তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। জব্দকৃত এক কেজি ৫০ গ্রাম গাঁজার মুল্য অনুমান প্রায় ৩০হাজার ৫শত টাকা।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, শুক্রবারে রাতে এসআই মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে ফরিদগঞ্জ থানার একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করেন। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।