ফরিদগঞ্জে জাতীয় পার্টির ইফতার মাহফিল
ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জে জাতীয় পার্টির ইফতার মাহফিল সোমবার (১০ এপ্রিল) উপজেলা সদরে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ সাজ্জাদ রশিদ সুমনের উদ্যোগে উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাউদের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির নেত্রী ফারিয়া চৌধুরী , উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি হারুন অর রশিদ, অহিদুজ্জামান, যুগ্মসম্পাদক মামুন হোসেন রনি, মাহফুজ শেখ, ফরিদ মিজি, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, অর্থ ব্ষিয়ক সম্পাদক স্বপন পাটওয়ারী,শিক্ষা বিষয়ক সম্পাদক সাজ্জিদ রায়হান বাঁধন, সদস্য রিপন তালুকদার , পৌর জাতীয় পার্টির সভাপতি ইলিয়াছ পাটওয়ারী, সদস্য সোবহান পাটওয়ারী, হান্নান পাটওয়ারী, পাইকপাড়া উত্তর ইউনিয়নের সভাপতি কাদির পাটওয়ারী, সাধারণ সম্পাদক হাবিব তালুকদার, , পাইকপাড়া দক্ষিণের সভাপতি সিরাজ কোম্পানী, সাধারণ সম্পাদক ডা: অলিউল্ল্যা, চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের সভাপতি মিলন, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের সভাপতি আতিক পাটওয়ারী, গোবিন্দপুর দক্ষিণের সভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক রুহুল আমিন, বালিথুবা পূর্ব ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, উপজেলা যুব সংহতির আহŸায়ক মিশু গাজী , সদস্য সচিব মোস্তফা কামাল প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন রামদাসেরবাগ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান খন্দকার।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় জাতীয় পার্টির নেতৃবৃন্দ তাদরে বক্তব্য বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট মরহুম পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সময়ে এদেশে উন্নয়নের সূচনা হয়েছিল। তারই ধারাবাহিকতা বজায় রাখছে বর্তমান সরকার। জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির সুসংগঠিত। আগামী সংসদ নির্বাচনে আমরা ফরিদগঞ্জে জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ সাজ্জাদ রশিদ সুমনের নেতৃত্বে জাতীয় পার্টির ভোট বিপ্লব ঘটাবো।