ফরিদগঞ্জে নৌকার প্রার্থীর নির্বাচন পরিচালনা বিষয়ক সভা অনুষ্ঠিত

মোঃ আনিছুর রহমান সুজন :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান’র নির্বাচন পরিচালনা কমিটি গঠন কল্পে আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দিনব্যাপী এ সভায় আসছে ৭ জানুয়ারী নৌকার প্রার্থীকে জয়ী করার লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপি।

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা খাজে আহমেদ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রব শেখ, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মাহফুজুল হক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নাজমুন্নাহার অনি, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন প্রমুখ।

Loading

শেয়ার করুন