ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জে অটো স্কুটার চার্জ দিতে গিয়ে বিদ্যুষ্পৃষ্টে সজীব হোসেন (২৮) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার(২২সেপ্টেম্বর) রাতে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের দক্ষিণ দেইচর গ্রামে এঘটনা ঘটে। সজীব দেইচর গ্রামের হাজিল উদ্দিন খান বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে।
জানা গেছে, সজীব হোসেন শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে বসতঘরের পাশে অটো স্কুটার চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এইচ এম হারুনুর রশিদ বিদ্যু ষ্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।