ফরিদগঞ্জে যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির শিক্ষক গণ্যমান্য ব্যক্তি ধর্মীয় নেতাদের নিয়ে অরিয়েন্টেশন সভা
মোঃ আনিছুর রহমান সুজনঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় শিক্ষক, গণ্যমান্য ব্যাক্তিও ধর্মীয় নেতাদের নিয়ে অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর অডিটোরিয়ামে অরিয়েন্টেশন সভায় সভাপতিত্ব করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফ আহমেদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তসলিমুন নেছা। বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর এমওডিসি ডাঃ মোঃ মাকসুদুল হাসান,উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবাসন কর্মকর্তা মিল্টন দস্তিদার, যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির উপজেলা প্রোগ্রামার মাহাবুবুল আলম।
সার্বিক তত্বাবধানে ছিলেন ব্র্যাক যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সংগঠক মোঃ নয়ন কবির।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মসজিদের ইমাম, ব্যবসায়ী,ও গণমাধ্যম ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।