ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জ সড়ক দুর্ঘটনায় মাহিনুর বেগম (৩২) নামে এক নারী নিহত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) দুপুরে চাঁদপুর-ফরিদগঞ্জ-লক্ষ¥ীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নারী উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের চরমুঘুয়া গ্রামের আ: আলী স্ত্রী।
জানা গেছে, মাহিনুর বেগম শনিবার(৪ নভেম্বর) দুপুরে চাঁদপুর থেকে বাড়ী যাওয়ার জন্য সিএনজি অটোরিকশা যোগে বাড়ি যাচ্ছিলেন। চাঁদপুর- ফরিদগঞ্জ-লক্ষ¥ীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় তাকে বহনকারী সিএনজি অটোরিকশাটি সড়কের স্বাস্থ্যকমøেক্স এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আগত একটি দ্রæতগ্রামী মোটরসাইকেল গাড়ীটিকে ধাক্কা দেয়।
এতে মাহিনুর বেগম গুরুতর আহত হন। দ্রæত তাকে আশপাশের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও তার অবস্থা আশংকাজনক হওয়ার তাকে চাঁদপুর রেফার করা হয়। পরে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষ।