ফরিদগঞ্জ প্রেসক্লাব’র নয়া কমিটির অভিষেক অনুষ্ঠান

ফরিদগঞ্জ প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩সেপ্টেম্বর) প্রেসক্লাব মিলনায়তনে সকালে দিনব্যাপী ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের যুগ্মসচিব মো. হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাইদুল ইসলাম, ফরিদগঞ্জ এ আর পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, ফরিদগঞ্জ রোটারী ক্লাবের সভাপতি কামরুল হাসান সাউদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম শেখ।

সভায় বক্তারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে খ্যাত সংবাদমাধ্যমকে আরো গতিশীল করতে প্রশিক্ষণ এবং জ্ঞানচর্চা নিয়মিত করণের বিষয়ে আলোকপাত করেন।

Loading

শেয়ার করুন