ফরিদগঞ্জ প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত
ফরিদগঞ্জ ব্যুরো: ফরিদগঞ্জ প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১০ মে) আছরের নামাজেরপর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা ইউনুছ আহমেদ।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় অনুষ্ঠানে দোয়া চেয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি ও সমাজসেবক মামুনুর রশিদ পাঠান।
জানা যায়, পবিত্র হজ পালনের উদ্দেশ্যে প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান স্বপরিবারে পবিত্র নগরী মক্কা-মদিনায় গমন করবেন। তাঁর সকল সহকর্মী ও শুভাঙ্খীদের কাছে সার্বিক সুস্থ্যতা কামনার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান, নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, প্রবীর চক্রবর্তী, বর্তমান কমিটির সহসভাপতি এমকে মানিক পাঠান,মো. মহিউদ্দিন, যুগ্ম সম্পাদক নারায়ন রবিদাসসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রকাশিত : শনি বার, ১১ মে ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন