ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত
ফরিদগঞ্জ প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসের প্রথম প্রহরে মঙ্গলবার (১৫ আগষ্ট) কলেজ ক্যাম্পাসে অস্থায়ীভাবে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী,ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নেপাল চন্দ্র দেবনাথ’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,সহকারী অধ্যাপক রাধেশ্যাম কুরী, প্রভাষক আনিসুর রহমান মজুমদার, মো.আব্দুল হান্নান, শিক্ষার্থী মাইশা আক্তার, মাহমুদুল হাসান সম্রাট, কলেজ ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন ও সাধারণ সম্পাদক মো. সারোয়ার হোসেন।