বাংলাদেশ আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক মানবতার দল : ড. সেলিম মাহমুদ
কচুয়া প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক মানবতার দল। বর্তমান সরকারের আমলে এরাষ্ট্রে কোন বৈষম্য নেই। সবাই এদেশের নাগরিক।
রবিবার বিকেলে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের কচুয়ার ঘাগড়া শারদীয় দূর্গা মন্দিরে পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,যারা গণতন্ত্র ও সাংবিধানিক বিশ্বাস করে না, তারাই নানান ভাবে ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি দোসররা তারা নির্বাচন নিয়ে স্বৈরাচারী পন্থা অবলম্বন করছে। আওয়ামী লীগ সরকারের আমলে সনাতন ধর্মালম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে। নির্বিঘ্নে তারা তাদের ধর্ম পালন করে যাচ্ছে।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিকাশ সাহা,যুগ্ন সাধারণ সম্পাদক মানিক ভৌমিক, কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তুষ পোদ্দার,সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু,সাবেক সভাপতি রাকিবুল হাসান,সদস্য সনতোষ চন্দ্র সেন,পৌর কাউন্সিলর মাসুদ আলম,আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান হাতেম,উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ডা. মাসুদুর রহমান বাবুল,সাবেক ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন লিটন সহ দলীয় নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
একই দিনে তিনি উপজেলার ঘাগড়া, মাছিমপুর সার্বজনীন দূর্গা মন্দির,উত্তর রাজাপুর, গোবিন্দপুর, ডুমুরিয়া, কোয়া পোদ্দার বাড়ি দূর্গা মন্দির, করইয়া সার্বজনীন দূর্গা মন্দির সহ ১৭টি দূর্গা মন্দির পরিদর্শন করেন।