ভোক্তা অধিকারের সম্মাননা পেলেন ফরিদগঞ্জের ব্যবসায়ী শাহ আলম
নিউজ ডেস্ক : রমজানে ১ টাকা লাভে পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকারের সম্মাননা পেয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জের ব্যবসায়ী শাহ আলম। শুক্রবার (১৫ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান, এফবিসিসিআই’র সভাপতি মাহবুবুল আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান।
ব্যবসায়ী শাহ আলম চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের চরকুমিরা গ্রামের কাজল হক মালের ছেলে। রমজান মাসে শাহ আলম পণ্য কেনা ও পরিবহন খরচ বাদ দিয়ে মাত্র প্রতি কেজিতে এক টাকা লাভে বিক্রি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের চরকুমিরা গ্রামের বাড়ির সামনে ২০২৩ সালের রমজান মাসে ব্যবসায়ী শাহ আলম গোটা রমজান মাসে মাত্র ১ টাকা লাভে পণ্য বিক্রি করেন। ২০২৪ সালের রমজানেও মাত্র ১ টাকা লাভে পণ্য বিক্রি করছেন।
গত বছরের ন্যায় এবারও পুরো রমজান মাসে শাহ আলম মুড়ি, ছোলা (বুট), খেজুর, খেসারির ডাল, বেসন, সয়াবিন তেল, চিড়া ইত্যাদি বিক্রি করছেন। এসব পণ্য কেজিতে মাত্র ১ টাকা লাভে বিক্রি করছেন তিনি।
এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নজরে আসে। ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তাকে সম্মাননা প্রদান করেন।
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন