মতলব উত্তরে ডোবায় পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু

মতলব উত্তর প্রতিনিধি: চাঁদপুর জেলার মতলব উত্তরে ডোবায় পড়ে আদিবা নামের ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ মে) বিকেলে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আদিবা ছোট লক্ষ্মীপুর গ্রামের কৃষক আব্দুল হাই প্রধানের কন্যা সন্তান।

জানা গেছে, শুক্রবার দুপুরে শিশু আদিবা খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে যায়।

পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের ডোবার পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে মতলব দক্ষিণ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আদিবাকে মৃত ঘোষণা করেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করে এসেছে। অভিযোগ পেলে আইনগত ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশিত : শুক্র বার,  ৩১  মে ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

Loading

শেয়ার করুন