মতলব উত্তরে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীর স্বপ্ন

সফিকুল ইসলাম রানা।

মতলব উত্তর উপজেলার সাহবাজকান্দি গ্রামের সিয়াম স’মিলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ১২ সেপ্টম্বর মঙ্গলবার রাতে উপজেলার সাহবাজকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৪ টায় দিকে স’মিলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। কয়েক জন গাড়ি চালক আগুন দেখে ডাক চিৎকার দেয়। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আসে, কিন্তু এর আগেই আগুন নিয়ন্ত্রণ আনে স্থানীয়রা। আগুন নিয়ন্ত্রন আসার আগেই পুড়ে ছাই হয়ে যায় স’মিলে থাকা আসবাবপত্র যন্ত্রপাতিসহ স’মিলে থাকা সবকিছু। এতে স’মিল মালিকের প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয়েছে।

এদিকে স’মিলের মালিক মিজান শিকদার বলেন, পূর্বের শত্রুতার জের ধরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তিনি আরো জানান, গত ১ মাস আগে আমার, স’মিলে গাছ এবং কাঠ বহন করার ইঞ্জিন চালিত ট্রলি গাড়ি চুরি হয়ে যায়, আজ আগুন ধরিয়ে দিয়ে আমার এক মাত্র উপার্জনের রাস্তা বন্ধ করে দিয়েছে। তিনি প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে শাস্তি দাবী করেন।

Loading

শেয়ার করুন