মতলব উত্তরে পানি ডুবে ভাই বোনের মৃত্যু
গোলাম নবী খোকন : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ফরিদ কান্দি বেপারী বাড়ির হাসান পারভেজ বেপারীর ৪ বছরের শিশু সন্তান সামিউল ও ৩ বছরের শিশু কন্যা পানি ডুবে মৃত্যু বরন করেন।
ঘটনার বিবরনে জানা যায়, ২৮ মার্চ রোজ বৃহস্পতিবার বিকাল সাড়ে চার টায় শিশু সন্তান দুটি মায়ের চোখের আড়াল হয়ে যায়। মা শিশু সন্তান দুটি কে বাড়িতে না পেয়ে হতাশ হয়ে অনেক খোজা খুঁজি করে না পেয়ে বাড়ির প্রায় একশত গজ দূরে একটি ডোবায় শিশু সন্তান দুটি পানিতে ডুবে থাকতে দেখতে পায়।
শিশুর মার ডাক চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে মতলব সদর হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। শিশু দুটির নাম মোঃ সামিউল (৪) ও সুমাইয়া (৩) বছর। শিশু দুটির মার আহাজারিতে ঐ এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠে। এটি একটি হৃদয়বিদারক ঘটনা।
প্রকাশিত : বৃহস্পতি বার, ২৮ মার্চ ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন